শুক্রবার । ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ । ৪ঠা আশ্বিন, ১৪৩২

দাদাকে নিয়ে ঢাকায় ফেরা হলো না কাদেরের

চিতলমারী প্রতিনিধি

দাদা মো. শাহা মোল্লাকে (৮০) নিয়ে ঢাকায় ফেরা হলো না নাতি নুর কাদেরের (৮)। পুকুে্র গোসল করতে গিয়ে পানিতে ডুবে দু’জনেরই মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর গ্রামে।

মৃত শাহা মোল্লা শিবপুর গ্রামের মৃত মোখলেস মোল্লার ছেলে এবং নূর কাদের একই গ্রামের মো. নুরুজ্জামান মোল্লার ছেলে। কাদেরের গার্মেন্টস কমীর্ মা রাবেয়া বেগম ও ভাই নুর আলী এবং শাহা মোল্লার দুবাই প্রবাসী ছেলে নুর আলম আসার অপেক্ষায় বাড়ী আঙ্গিনায় পাশাপাশি দু’টি লাশ রাখা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, কাদেরের বাবা মো. নুরুজ্জামান ও মা রাবেয়া বেগম ঢাকা মিরপুর—১ এলাকার একটি গার্মেন্টেসের কমীর্। নুর কাদের ও তার বড় ভাই নুর আলী (১৪) মা—বাবার সাথে ঢাকায় বসবাস করত।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দাদা শাহা আলম মোল্লাকে ঢাকায় নিতে নুর কাদের তার বাবার সাথে শিবপুর গ্রামে বাড়ি আসে। বেলা সাড়ে ১২ টার দিকে বাড়ির সামনে রাস্তার পাশে একটি পুকুরে দাদার সাথে সে গোসল করতে যায়। এ সময় পা পিছলে পানিতে পড়ে গিয়ে সাঁতার না জানায় নুর কাদের ডুবে যায়।

নাতিকে তুলতে গিয়ে দাদা শাহা মোল্লাও তলিয়ে যান। বিষয়টি বুঝতে পেরে এক পথচারী ডাক—চিৎকার দিলে লোকজন ছুটে আসে। পুকুরে অনেক খেঁাজাখুিঁজর পর তাদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) এস এম শাহাদৎ হোসেন জানান, ঘটনাটি হৃদয়স্পশীর্। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন