মঙ্গলবার । ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ । ১লা আশ্বিন, ১৪৩২

শ‌্যামনগরে গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা

শ্যামনগর প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরের চ‌ন্ডিপুর গ্রামে রেশমা খাতুন (২১) নামের এক তরুনী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এই আত্মহত্যার ঘটনা ঘটে। এ খবর নিশ্চিত করেছেন চন্ডিপুর বন্ধু মহল ক্লাবের সভাপতি আল ইমরান। রেশমা খাতুন একই গ্রামের ক‌রিম গাজী ও হাফিজা খাতুন দম্পতির কন‌্যা।

রেশমা খাতুনের চাচাতো ভাই আবুল কালাম জানান, সে মানসিক প্রতিবন্ধী ছিল, সঠিকভাবে কথা বলতে পারতো না। সোমবার সন্ধ্যায় বাড়ির কাউকে না জানিয়ে রেশমা এক আত্মীয়ের বাসায় চলে যায়।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে তার পিতা তাকে বাড়িতে নিয়ে এসে বকাবকি করলে বেলা সাড়ে ১২ টার দিকে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নেওয়া হলে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শাকির হোসেন পরীক্ষা নিরীক্ষা করে রেশমাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্যা হুমায়ুন কবির বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হবে।

 

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন