সাতক্ষীরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কলারোয়া, আশাশুনিতে দুই শিশু পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এই মৃতুর ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো, সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের ইকরাম খাঁর ছেলে ইরফান খাঁ (২), অশাশুনি উপজেলার বামনডাঙ্গা গ্রামের মহেন্দ্র নাথ সানার মেয়ে ঈশিতা সানা (২)।

স্থানীয়রা জানান, কলারোয়ার কেড়াগাছি গ্রামে শিশু ইরফানকে গোছল করানোর জন্য তার বাবা ঘরের বাইরে এনে রাখে। কিছুক্ষন পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে বাড়ির রান্না ঘরের পাশের একটি ডোবায় শিশুটির মৃতদেহ পাওয়া যায়।

আশাশুনির ইউপি সদস্য প্রসেনজিৎ সরকার জানান, উপজেলার বামনডাঙ্গা গ্রামের মহেন্দ্র নাথের বড় মেয়ে মমতা সানা (৪) ও ছোট মেয়ে ঈশিতা সানা সবার অজান্তে বাড়ির পাশে এক পুকুরে যায়।

এসময় হঠাৎ ঈশিতা পানিতে পড়ে গেলে বড় বোন মমতা তাকে পানি থেকে উঠানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে বাড়িতে গিয়ে তার মাকে ডেকে নিয়ে আসে। তার মা এসে দেখে মেয়ে পানিতে তলিয়ে গেছে। পরে স্থানীয়রা পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করে।

কলারোয়া ও আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) পৃথকভাবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

 

খুলনা গেজেট/এম.আর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন