যশোরে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর রিপন হোসেন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পরিবার। নিহত রিপন সদর উপজেলার আরবপুর ইউনিয়নের খোলাডাঙ্গা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার বিকেল সাড়ে তিনটার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে রিপনকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার মোবাইল ফোনও বন্ধ ছিল। পরে রাত সাড়ে ১২টার দিকে বাড়ির উঠোনে রিপনকে গলায় লুঙ্গি পেঁচানো অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা। তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন