ভারতীয় মোবাইল সিমসহ নানা সরঞ্জাম উদ্ধার

যশোরে গুপ্তচর সন্দেহে যুবক আটক

নিজস্ব প্রতি‌বেদক, যশোর

যশোরে ভারতীয় গুপ্তচর সন্দেহে সাইফুল ইসলাম ওরফে আরিফুর রহমান সোহেল (৩২) নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। এ সময় তার কাছ থেকে ভারতীয় মোবাইল ফোনের সিমকার্ড, ব্যাংকের ভিসা কার্ড, মেট্রোরেলের স্মার্ট কার্ডসহ বিভিন্ন সন্দেহজনক মালামাল উদ্ধার হয়েছে। পুলিশ সন্দেহ করছে তিনি ভারতীয় গুপ্তচর হতে পারেন।

আটক সাইফুল ইসলাম ওরফে আরিফুর রহমান সোহেল ময়মনসিংহ সদর উপজেলার সম্ভুগঞ্জ গ্রামের মৃত মাইনুল ইসলাম ওরফে মিজানুর রহমানের ছেলে বলে জানিয়েছেন। বর্তমানে তিনি যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামে বসবাস করেন।

পুলিশের সূত্র জানায়, কোতোয়ালি থানার এসআই মোফাজ্জেল হোসেন বৃহস্পতিবার বিকেলে শহরের টাউন হল মাঠ থেকে ওই ব্যক্তিকে আটক করেন। এ সময় তার কাছে থাকা একটি বস্তার ভেতর থেকে বিভিন্ন অপারেটরের ২৬টি মোবাইল ফোনের সিমকার্ড (যার মধ্যে ২টি সচল এবং ১টি ভারতীয়), ১টি ভারতীয় মেট্রোরেলের স্মার্ট কার্ড, জনৈক রিতুরম্ভা সরকারের নামে ভারতীয় এসবিআই ব্যাংকের ১টি গ্লোবাল ভিসা কার্ড, আসিফ খান লেখা ১টি ভারতীয় ড্রাইভিং লাইসেন্সের ফটোকপিসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়। আটক ব্যক্তির কথাবার্তা ও আচরণে পুলিশ ধারণা করছে, গুপ্তচরবৃত্তি অথবা বড় ধরনের ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত হয়ে থাকতে পারেন তিনি।

ডিবি পুলিশের এসআই শেখ আবু হাসান জানান, আটক ব্যক্তিকে তারা ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছেন। প্রথমে তিনি নিজের নাম সাইফুল ইসলাম এবং বাড়ি ময়মনসিংহের সম্ভুগঞ্জ বলে দাবি করেন। কিন্তু তারা ওই এলাকায় খোঁজ নিয়ে জানতে পারেন, সাইফুল ইসলাম নামে এই ব্যক্তিকে কেউ চেনেন না। পরবর্তীতে যশোরের একজন ইজিবাইক চালকের কাছ থেকে জানতে পেরেছেন, ওই ব্যক্তির নাম সোহেল। তার বাড়ি সদর উপজেলার কৃষ্ণবাটিতে। তারা বিভিন্ন মাধ্যমে স্বজনদের এসে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু কেউই আসেননি। এ কারণে তারা সন্দেহভাজন এই ব্যক্তিকে কার্যবিধির ৫৪ ধারায় আটক দেখিয়েছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন