সাতক্ষীরার শ্যামনগরের নওয়াবেঁকী বাজার এলাকায় খোলপেটুয়া নদীর চর দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুনের নেতৃত্বে উক্ত অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী বাজার সংলগ্ন খোলপেটুয়া নদীর চর দখল করে নির্মিত তিনটি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। এছাড়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে চর দখলে নিয়ে নির্মিত মুরগি বাজারের ২০টি স্থাপনা মালিকদের তিন লাখ টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ আলী, নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান প্রমূখ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুন বলেন, সুন্দরবন সংলগ্ন এসব জনপদের জীব ও প্রাণ বৈচিত্র্য রক্ষায় নদী দখল বন্ধ করতে হবে। ইতিপূর্বে বড়কুপোট এলাকার খোলপেটুয়া নদী দখলকারী জামান ব্রিকসসহ আরও একটি প্রতিষ্ঠানের কবল থেকে চরসহ নদীর কিছু অংশ অবমুক্ত করা হয়েছে। সামনের দিনেও অপরাপর দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, নদী দখল করে মুরগীর ব্যবসার সাথে জড়িত ২০ স্থাপনা মালিককে তিন লাখ জরিমানা করা হয়েছে। অপরাপর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অবিলম্বে শুরু হবে।
খুলনা গেজেট/এনএম