কালীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জে পানিতে ডুবে অর্জুন বিশ্বাস নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চাচাই গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু অর্জুন বিশ্বাস কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাচাই গ্রামের নারায়ণ চন্দ্র বিশ্বাসের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলার ফাঁকে শিশুটি অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। পরে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন