সাতক্ষীরায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাতক্ষীরা পৌরসভার সাত নাম্বার ওয়ার্ডের রইচপুরে এক বর্ণাঢ্য জশনে জুলুস র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ১২ রবিউল আউয়াল মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস স্মরণে শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে রইচপুর গ্রামবাসী এবং রইচপুর উত্তরপাড়া যুব কমিটির উদ্যোগে এই র‌্যালিটির আয়োজন করা হয়।

সাতক্ষীরার রইচপুর আব্দুর রাজ্জাকের মোড় থেকে সকালে র‌্যালিটি শুরু হয়। এতে অংশগ্রহণকারীরা ‘রাসুলের আগমনে খুশি হয়েছি’ শ্লোগান দিতে দিতে সাতক্ষীরার পৌর সাত নম্বর ওয়ার্ড রইচপুর গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আব্দুর রাজ্জাকের মোড়ে এসে শেষ হয়। এতে শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ নির্বিশেষে বিভিন্ন বয়সী মানুষ অংশ নেয়। অনেকের হাতে ছিল বিভিন্ন ইসলামিক পতাকা ও ব্যানার, যাতে মহানবী (সা.)-এর শানে লেখা বিভিন্ন বার্তা শোভা পাচ্ছিল।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা মহানবী (সা.)-এর আদর্শ ও জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন। তারা বলেন, মহানবী (সা.)-এর দেখানো পথে চললে ইহকাল ও পরকালে শান্তি লাভ সম্ভব। তাঁর সুমহান আদর্শ অনুসরণ করে সমাজকে আরও সুন্দর করে গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর সাত নাম্বার ওয়ার্ডের জামাত আমির হাফেজ নুরুল হক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মহসিনার আলম, পশ্চিম পাড়া মসজিদের ইমাম হাফেজ আব্দুল্লাহ আল বাকি, ঘোনা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আজগার আলী, মাওঃ মোহাম্মদ আলী প্রমুখ।

এদিকে পবিত্র ঈদে-ই মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমান টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক (প্রভাতী) মো. সিরাজুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক (দিবা) মোঃ মতিউর রহমান, সহকারি শিক্ষক খান মকছুদর রহমান, মোঃ আব্দুর রউফ, শেখ মুস্তাফিজুর রহমান, শেখ মোবাশ্বেরুর রহমান, শারমিন সুলতানা, মো. মহব্বত হোসেন, মোঃ আবুল কালাম আযাদ, মো. কাবিজুল ইসলাম ও মোহাম্মদ জিল্লুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী ও কর্ম এবং ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব ভ্রাতৃত্ব, মানবাধিকার, নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের উপর আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং হযরত মুহাম্মদ (সা.) এর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা ও দোয়া মাহফিল শেষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন