ভোররাতে প্রেমিকার ঘরে প্রেমিক ধরা, গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক,যশোর

যশোরে ভোররাতে প্রেমিকার ঘরে প্রবেশের সময় এক কিশোরকে (১৬) জনগণ ধরে গণপিটুনি দিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, যশোর শহরতলীর বাহাদুরপুর তেতুলতলা এলাকার এক কিশোরীর (১৫) সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে জেস গার্ডেনপাড়ার এক কিশোরের। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে সে ওই কিশোরীর ঘরে প্রবেশ করে। যা নজরে আসে কিশোরীর বাবার। বিষয়টি কিশোরীর বাবা লক্ষ্য করে এলাকাবাসীকে ডেকে কিশোরটিকে ধরে গণপিটুনি দেন। পরে পুলিশকে খবর দিলে তারা এসে কিশোরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, খবর পেয়ে পুলিশ ওই কিশোরকে হেফাজতে নিয়েছে। পুলিশ হেফাজতে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন