বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

যশোরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে সাপের কামড়ে তামান্না বেগম (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার ডাঙ্গাবয়রা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তামান্না তার স্বামী জুয়েল রানার সঙ্গে ডাঙ্গাবয়রা গ্রামের নিজ বাড়িতে বসবাস করতেন। শুক্রবার ভোররাতে শোবার ঘরের মেঝেতে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষাক্ত সাপ তার বাম হাতের আঙুলে কামড়ে দেয়। পরে তার শরীরে তীব্র যন্ত্রণা শুরু হলে পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি বেঁচে নেই।

জরুরি বিভাগের ডাক্তার আবু শামস বলেন, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন