Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content

বেনাপোল সীমান্তে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বেনাপোল সীমান্তের পুটখালী চরের মাঠ থেকে অজ্ঞাত পরিচয়ের (৪২) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে ভারতসংলগ্ন ইছামতি নদীর পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গ্রামবাসী জানায়, সাধারণ মানুষের চরের মাঠে প্রবেশ নিষিদ্ধ এবং সার্বক্ষণিক বিজিবির নজরদারি থাকে। এপথে বাংলাদেশ থেকে স্বর্ণ ও ভারত থেকে ফেনসিডিল, মদ, অস্ত্র পাচার হয়ে থাকে। তাদের ধারণা, চোরাচালানকে কেন্দ্র করে যুবককে হত্যার পর সীমান্ত এলাকায় ফেলে রাখা হয়েছে। এর আগেও এ সীমান্ত থেকে গাছে ঝুলন্ত বাংলাদেশির মরদেহ উদ্ধার হয়েছিল।

বেনাপোল পোর্ট থানার এসআই খায়রুল ইসলাম জানান, অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে যশোর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া বলেন, ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে। যশোর পিবিআই এ ঘটনার তদন্ত করবে।

খুলনা গেজেট/এসএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন