Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content
বিজিবি'র অভিযান

সাতক্ষীরা সীমান্তে ৬দিনে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় গত ১৭ আগস্ট (রোববার) থেকে ২২ আগস্ট (শুক্রবার) পর্যন্ত পৃথক অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় মোট ৫৬ লাখ ৯৫ হাজার টাকার পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচারসহ বিভিন্ন সীমান্ত অপরাধ দমনে বিজিবি সবসময় তৎপর। এরই অংশ হিসেবে পদ্মশাখরা, ভোমরা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, বাঁকাল চেকপোস্ট, বৈকরী, ঘোনা, গাজীপুর, কুশখালী, হিজলদী, কালিয়ানি, চান্দুরিয়া, মাদরা, তলুইগাছা, কাকডাঙ্গা ও সুলতানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে এ সব পণ্য জব্দ করা হয়।

আটক পণ্যের মধ্যে রয়েছে—ভারতীয় শাড়ি, ওষুধ, কম্বল, বিভিন্ন ধরনের কসমেটিকস, ফেন্সিডিল, নেশাজাতীয় সিরাপ ও মদ। এর মধ্যে বিপুল পরিমাণ ওষুধ রয়েছে। প্রতিদিনের হিসাবে ১৭ আগস্ট ১০ লাখ ৭ হাজার ৫০০ টাকার, ১৮ আগস্ট ৯ লাখ ৯০ হাজার টাকার, ১৯ আগস্ট ৮ লাখ ৪ হাজার ৭০০ টাকার, ২০ আগস্ট ১০ লাখ ১৪ হাজার ১০০ টাকার, ২১ আগস্ট ১১ লাখ ২২ হাজার ৫০০ টাকার এবং ২২ আগস্ট ৭ লাখ ৫৬ হাজার ৫০০ টাকার মালামাল আটক করা হয়।

আটক মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। এছাড়া মাদকদ্রব্যগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের জন্য সদর দপ্তরের স্টোরে জমা রাখা হয়েছে।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক (পিএসসি, জি, পিবিজিএম) বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে এসব মালামাল পাচার করায় তা জব্দ করা হয়েছে।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন