জামায়াতে ইসলামী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এক নির্বাচনী কর্মী শিক্ষা শিবির শুক্রবার (২২ আগস্ট) সকাল ৮টায় কালিগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জামাল ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী ও উপজেলা সেক্রেটারি, কালিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ প্রমুখ।
প্রধান অতিথি মাওলানা আজিজুর রহমান বলেন, ন্যায় ও সত্য প্রতিষ্ঠার আন্দোলনে কর্মীদের সাহস, ত্যাগ ও সততা অপরিহার্য। সংগঠনের মূল শক্তি কর্মীরা, তাই সংগঠনকে শক্তিশালী করতে প্রতিটি কর্মীকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটি শক্তিশালী সংগঠন গড়ে ওঠে শুধু নেতৃত্বের কারণে নয়, বরং কর্মীদের ত্যাগ ও নিষ্ঠার কারণে। আজকের এই শিক্ষা শিবির আমাদের মনে করিয়ে দিচ্ছে যে, প্রতিটি পদক্ষেপ ও প্রতিটি কর্ম আমাদের আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আমি আশা করি, আপনাদের উৎসাহ ও একাগ্রতা আমাদের উপজেলাকে আরও শক্তিশালী করবে।
অন্যান্য বক্তারা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও সুশাসন কায়েমের জন্য গাজী নজরুল ইসলাম ও মুহাদ্দিস রবিউল বাশারকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করা অত্যন্ত জরুরি। তারা নির্বাচনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এসএস