Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় মেয়ে নিহত, বাবা-মা গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর-চুকনগর সড়কের মণিরামপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাইভেটকার আরোহী হোসনা ইন (ইফফা) নামে ১৩ বছরের মেয়ে নিহত ও তার মা-বাবা আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার বিজয়রামপুর খৈয়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, কেশবপুর থেকে প্রাইভেটকারে যশোর শহরে আসার পথে একটি কভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দিলে কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে গাড়িতে থাকা নড়াইলের সদর উপজেলার ভওয়াখালীর ইফফা, তার বাবা গিয়াস আহমেদ সোহেল ও মা স্বপনীল ইসলাম গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ১২টার দিকে তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইফফাকে মৃত ঘোষণা করেন। আহত বাবা-মায়ের চিকিৎসা চলছে। স্বপনীল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

মণিরামপুর থানার ইন্সপেক্টর নজরুল ইসলাম বলেন, ঘাতক কাভার্ডভ্যানটি পালিয়ে গেছে। গাড়ি ও চালককে আটকের চেষ্টা চলছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন