Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

শার্শার গোগা সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশি আটক

বেনাপোল প্রতিনিধি

অবৈধপথে যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

মঙ্গলবার (১৯ আগষ্ট ) রাতে শার্শার গোগা সীমান্তের ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেইন পিলার ১৭/৭ এস এর ৩৬ আর পিলারের কাছে সালামের মোড় নামক স্থান হতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- জান্নাতুল ফেরদৌস (৩৯),ফাহিমা খাতুন (২২),মোমিনা বেগম (৩৫),সুভাষ বিশ্বাস (৬০),পিতো বিশ্বাস (৬২),অর্পনা বিশ্বাস (৪৩), সাধনা বিশ্বাস (৫৫) এবং হাবিবুর রহমান (৩৩)।এরা মাদারীপুর, ঢাকা নড়াইল যশোর জেলার বাসিন্দা।

বিজিবি জানায়, অধিনায়ক স্যারের দেওয়া তথ্যে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের গোগা ক্যাম্পের কমান্ডার সুবেদার তরিকুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালিয়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় ৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করে। আটককৃতদের নিকটস্থ শার্শা থানায় হস্তান্তরের করা হয়েছে।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন