চার মাস বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ফের ভারতীয় চাল আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা নাগাদ ভারতীয় ২৪ গাড়িতে ৯১৮ মেট্রিক টন চাল ভোমরা বন্দরে ঢোকে। তবে মঙ্গলবার থেকে পিঁয়াজ আমদানি স্থগিত করেছে সরকার।
ভোমরা বন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান ইছামতী ফুডস ও সিএণ্ডএফ এজেন্ট সুলতান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ভোমরা ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজী জানান, গত বুধবার থেকে ভারতীয় পাঁচটি ট্রাক ভর্তি ২০০ মেট্রিক টন মোটা চাল আমদানির জন্য ঘোজাডাঙা বন্দরে অপেক্ষায় ছিল। ওই চালসহ আরও ১৯টি ভারতীয় ট্রাকে ৭১৮ মেট্রিক টন চাল মঙ্গলবার ভোমরা বন্দরে প্রবেশ করেছে। বর্তমানে ভোমরা কাস্টমসে বিল অফ এন্ট্রি জমা দিয়ে ওই চাল ছাড় করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি বলেন, আরও ১০১ ট্রাক চাল আমদানির অপেক্ষায় ভারতের ঘোজাডাঙা বন্দরে অপেক্ষা করছে। তবে সরকারিভাবে এখনো আমদানিকৃত মোট চালের তালিকা প্রকাশ করা হয়নি। চলতি বছরের ১৫ এপ্রিল ভোমরা বন্দর দিয়ে সর্বশেষ ভারতীয় চাল আমদানি করা হয়।
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা বলেন, চার মাস বন্ধ থাকার পর ভোমরা স্থলবন্দর দিয়ে আবার ভারতীয় চাল আমদানি শুরু হয়েছে। তবে সরকারিভাবে আইপি (ইমপোর্ট পারমিশন) বন্ধ থাকায় মঙ্গলবার থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে। গত তিন দিনে এই বন্দর দিয়ে ২২৮০ মেট্রিক টন পেয়াজ আমদানি হয়েছে।
ভোমরা স্থলবন্দর কাস্টমসের সহকারি কমিশনার মোঃ শওকত হোসেন জানান, চলতি বছরের ১৫ এপ্রিল এ বন্দর দিয়ে সর্বশেষ চাল আমদানি হয়। মঙ্গলবার থেকে আবারো চাল আমদানি শুরু হয়েছে। এদিন ২৪টি ট্রাকে ৯১৮ মেট্রিক টন ভারতীয় চাল আমদানি করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম