Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরায় ভেজাল দুধ উৎপাদনের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা এক অভিযান চালিয়ে ভেজাল দুধ উৎপাদনের অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়া বাজারের ঘোষপাড়ায় বিশ্বজিৎ ঘোষ ডেইরিতে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৬০ লিটার নকল দুধ জব্দ করে ধ্বংস করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরার কর্মকর্তারা আশাশুনির কুল্যা ইউনিয়নের কচুয়া বাজারের ঘোষপাড়া এলাকায় বিশ্বজিৎ ঘোষ ডেইরি ফার্মে অভিযান পরিচালনা করেন। এ সময় সেখান থেকে ১৬০ লিটার ভেজাল দুধ জব্দ করেন কর্মকর্তারা। ওই ডেইরিতে দুধের সঙ্গে সয়াবিন তেল, জেলি, পানি ও গ্লুকোজ মিশিয়ে ভেজাল দুধ তৈরি করা হচ্ছিল। পরীক্ষা-নিরীক্ষায় বিষয়টি প্রমাণিত হলে দায়ী প্রতিষ্ঠান বিশ্বজিৎ ঘোষ ডেইরিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর। এসময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাতক্ষীরা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত উপস্থিত ছিলেন। এ সময় কচুয়া বাজার এলাকায় ভোক্তা সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর বলেন, মানুষের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে ভেজাল দুধ বা খাদ্য বিক্রি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন