Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার, পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৬৬৩ গ্রাম ওজনের ৫টি সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

আটক স্বর্ণ পাচারকারী সাতক্ষীরার কলারোয়া উপজেলার জিকরা গ্রামের আনোয়ার আলীর ছেলে আফছার আলী (৪৫)।

গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা খুলনা-যশোর মহাসড়কের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকায় যানবাহনে তল্লাশি অভিযান চালান। এ সময় আটক ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আফছার আলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবিকে জানায়, ঢাকার কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে কলারোয়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো।

বিজিবি জানায়, উদ্ধারকৃত স্বর্ণবারগুলোর ওজন ৬৬৩ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৯৭ লাখ ৫৪ হাজার টাকা। এছাড়া আটক ব্যক্তির কাছ থেকে দুটি মোবাইল ফোন এবং নগদ ৬,৯১২ টাকা জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৯৭ লাখ ৭৬ হাজার ৯৬৮ টাকা।

আটক আফছার আলীর বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালান দমনে সীমান্ত এলাকায় বিজিবি অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এ সফল অভিযান পরিচালিত হয়।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন