Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

শ্যামনগরে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা ও শ্যামনগর প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে ৯ম শ্রেণীর এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ধুমঘাট শীলতলা গ্রামে নিজ বাড়িতে ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।

আত্মহণনকারী স্কুল ছাত্রীর নাম সুপ্রিয়া গাতিদার (১৫) । সে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট শীলতলা গ্রামের প্রভাষ কুমার গাতিদারের মেয়ে।

প্রতিবেশী ভোলানাথ মন্ডল জানান, সুপ্রিয়া ধুমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ছিলো। সকাল থেকে সুপ্রিয়া বাবা ও মা বাড়ির পাশে বিলে জমিতে কাজ করছিলেন। দুপুর হয়ে যাওয়ায় তার মা ভাত রান্না করার জন্য বাড়িতে এসে দেখেন মেয়ে ঘরের মধ্যে আড়ার সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। এ সময় আমাদের ডাকলে দ্রুত গিয়ে তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসার তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার সাকির হোসেন বলেন, হসপিটালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে ।

শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) অভিক বড়াল জানান, প্রাথমিক ভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, মৃতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন