Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা 

সাতক্ষীরায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে শহরের পরিবহন কাউন্টার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং প্রাণসায়ের খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে সংগঠনটি।

এ সময় প্রাণসায়ের খালপাড়ে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে অংশ নেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব, যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, খোকা, রুহুল আমিন পাড়, মহাসিন আলম, মনজুরুল মোর্শেদ মিলন, বাচ্চু, তানভির মুজিদ, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, সদস্য মেহেদি হাসান, জাহিদ হোসেন, রাশেদ, পৌর আহ্বায়ক হাবলু, সদস্য সচিব আজিজুর রহমান সেলিম, সদর উপজেলা আহ্বায়ক জাকির হোসেন প্রমুখ।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন