Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content
২৪ ঘণ্টার আলটিমেটাম, গ্রেপ্তার না হলে থানা ঘেরাও

শিক্ষক লাঞ্ছনাকারি বিএনপি-ছাত্রদল নেতাদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা সদর উপজেলার বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুর রহমানকে বিদ্যালয়ে ঢুকে পিটিয়ে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত বিএনপি-ছাত্রদল নেতাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। সোমবার (১৮ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের ফটকের সামনে আয়োজিত মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম আজহারুজ্জামান মুকুল, শিক্ষক প্রতিনিধি আনোয়ার হোসেন, বল্লী নতুন বাজার কমিটির সভাপতি ডা. অলিউর রহমান, সিটি কলেজের গণিত প্রভাষক শামসুর রহমান, বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী রশনি আক্তার ও নবম শ্রেণীর ছাত্রী রোকসানা আক্তার, মাদিনা সুলতানা প্রমুখ।

অপরদিকে বল্লী মো. মজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ, কে, এম আজহারুজ্জামান মুকুল বলেন, স্থানীয় বিএনপি নেতারা আমার প্রতিষ্ঠানে এসে প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক শফিকুর রহমানকে সন্ত্রাসী কায়দায় ছাত্রদের সামনে যেভাবে হামলা করেছে সেটা নজিরবিহীন। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করা করা হয়েছে। শিক্ষকের উপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার জোর দাবী ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের।

প্রতিষ্ঠানের ৯ম শ্রেণীর শিক্ষার্থী মাদিনা সুলতানা বলেন, আমাদের শিক্ষকের নামে যে অভিযোগ আনা হয়েছে এটা সম্পুর্ন মিথ্যা বানোয়াট এবং স্থানীয় বিএনপি নেতারা যারা আমাদের শিক্ষকের উপর হামলা করেছে তাদের বিচার চাই, তাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আরও বলেন, শিক্ষক সমাজ গড়েন, মানুষ গড়ার কারিগর। অথচ যেভাবে আমাদের প্রিয় শিক্ষককে প্রকাশ্যে অপমান করা হয়েছে, তা শিক্ষার্থী মহলের সম্মানের ওপর চরমভাবে আঘাত হেনেছে। আমরা দাবি করছি ঘটনার সাথে জড়িত অভিযুক্ত বিএনপি নেতাদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। তাদেরকে দৃষ্টান্দমূলক শাস্তি দেওয়া না হলে আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।

মানববন্ধন থেকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বক্তারা বলেন, এই সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার না করা হলে শিক্ষার্থীরা থানাঘেরাও কর্মসূচি পালন করবে।

উল্লেখ্য, রোববার সকালে স্কুলে ঢুকে সহকারি শিক্ষক শফিকুর রহমানকে পিটিয়ে জনসম্মুখে টেনে নিয়ে লাঞ্ছিত করেন স্থানীয় বিএনপি-ছাত্রদল নেতারা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন