Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ

পাটকেলঘাটা প্রতিনিধি

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের খামখেয়ালি আচরণ ও দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। স্বাস্থ্য কমপ্লেক্সের বারোটি এসির মধ্যে দশটির আউটডোর চুরি হয়ে গেলেও এর কোনো সঠিক তথ্য কেউ দিতে পারছে না। এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব সরকারের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ প্রকাশিত হলেও তিনি বহাল তবিয়তেই দায়িত্ব পালন করছেন। অভিযোগ রয়েছে, কোয়ার্টারে থাকার নিয়ম থাকলেও তিনি চুকনগর থেকে যাতায়াত করেন এবং সপ্তাহে দুই-তিন দিন অফিসে এলেও পূর্ণ সময় দায়িত্ব পালন করেন না।

সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে সরেজমিনে গেলে দেখা যায়, ৭ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আউটডোরে উপস্থিত ছিলেন মাত্র ৩ জন। প্রতিদিন উপজেলার বিভিন্ন স্থান থেকে ২০০-৩০০ রোগী সেবা নিতে এলেও চিকিৎসক সংকটের কারণে ভোগান্তিতে পড়তে হয় তাদের।

আতাউর রহমান নামে এক রোগী অভিযোগ করে বলেন, “ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হয় আমাদের। যার যে সমস্যাই থাকুক না কেন, মেডিকেল অফিসার ডা. খালিদ হাসান নয়ন একাই প্রেসক্রিপশন দেন।”

আরেক রোগী আব্দুল হামিদ বলেন, “প্রেসক্রিপশন দেওয়ার পর যখন ওষুধ চাই, তখন বলা হয় স্টোকে ওষুধ নেই।” ফয়সাল নামে আরেকজন বলেন, “কোনো টেস্ট দিলে বাইরে থেকে করে আনতে বলেন ডাক্তাররা।”

অভিযোগের বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব সরকার বলেন, “আমাদের স্টোকে পর্যাপ্ত পরিমাণ ওষুধ আছে।” চিকিৎসকদের অনুপস্থিতি প্রসঙ্গে তিনি জানান, মেডিকেল অফিসার ডা. ফয়সাল সরদার ছুটিতে আছেন, জুনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক ডা. জ্যোতির্ময় সরকার এসে দেখা করে চলে গেছেন, সিনিয়র কনসালটেন্ট ডা. নাজমুন নাহার বাইরে আছেন এবং মেডিকেল অফিসার মানস কুমার সিংহ উইদাউট পে-তে এক বছরের ছুটিতে আছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানীর সঙ্গে যোগাযোগের জন্য বারবার ফোন দিলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন