Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে দুই ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় টাস্কফোসের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগের দুই ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বিকালে সদর উপজেলার কাথন্ডা বাজারে ওষুধের দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি, ওষুধ প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কর্ফোসের সদস্যরা সাতক্ষীরা সদর উপজেলার কাথন্ডা বাজার এলাকার ওষুধের ফামের্সীতে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মেয়াদ উত্তীর্ণ বিক্রির অভিযোগে ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০ (খ) ধারা মোতাবেক মেসার্স রুকাইয়া ফার্মেসির মালিক মো. শাহাজান কবীরকে ২৫ হাজার টাকা এবং মেসার্স জবা ফার্মেসির মালিক মো. মোরতাজা হোসেনকে ২৫ হাজার টাকাসহ মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দুটি ফার্মেসি থেকে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। পরে ওইসব ওষুধ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, ৩৩বিজিবির সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, সাতক্ষীরা ওষুধ প্রশাসনের পরিদর্শক মো. বাশারাফ হোসেনসহ পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বাস্থ্য রক্ষায় নিষিদ্ধ ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধে টাস্কফোর্স অপারেশন পরিচালনা করেছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন