Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরায় রেলপথ বাস্তবায়নের দাবিতে শ্যামনগর ইউএনওকে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন নাভারণ-সাতক্ষীরা-মুন্সিগঞ্জ রেলপথ বাস্তবায়নের দাবিতে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেছে “রেল আন্দোলন, সাতক্ষীরা”র নেতৃবৃন্দ।

সোমবার (১৮ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে সংগঠনের নেতৃবৃন্দ ইউএনও মোছা. রনী খাতুনের হাতে স্মারকলিপি তুলে দেন।

স্মারকলিপিতে বলা হয়, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শেষ জেলা সাতক্ষীরায় প্রায় ২২ লাখ মানুষের বসবাস। এ জেলার মানুষ দীর্ঘ ১১১ বছর ধরে কার্যকর ও আধুনিক রেল যোগাযোগ ব্যবস্থার স্বপ্ন দেখে আসছে। যদিও সরকারের পরিকল্পনায় সাতক্ষীরার রেল সংযোগ সম্প্রসারণের একটি প্রকল্প অনুমোদিত হয়েছে, কিন্তু অর্থায়নের অভাবে তা দীর্ঘদিন ধরে স্থবির হয়ে আছে।

এতে আরও উল্লেখ করা হয়, সীমান্তবর্তী ও কৃষিনির্ভর জেলা সাতক্ষীরার কৃষক ও মৎস্যজীবীদের উৎপাদিত পণ্য সহজে দেশ-বিদেশে পৌঁছাতে রেলপথ অপরিহার্য। দেশের দ্বিতীয় বৃহত্তম ভোমরা স্থলবন্দর এবং প্রস্তাবিত বসন্তপুর নৌবন্দর রেল সংযোগের আওতায় এলে আন্তর্জাতিক বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এছাড়া যশোরের নাভারণ থেকে শ্যামনগরের মুন্সিগঞ্জ পর্যন্ত ৯৮.৪২ কিলোমিটার রেলপথ নির্মিত হলে সুন্দরবনকেন্দ্রিক পর্যটন শিল্পে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। পর্যটকদের জন্য এটি হবে সাশ্রয়ী, নিরাপদ ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা।

স্মারকলিপিতে আরও জানানো হয়, অস্ট্রেলিয় প্রতিষ্ঠান ক্যানারেইল লিমিটেড ইতোমধ্যে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই করে ১১ কোটি টাকা ব্যয়ে প্রণীত প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়েছে। সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে নাভারণ-সাতক্ষীরা-মুন্সিগঞ্জ রেল সংযোগ প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।

“সাতক্ষীরাবাসীর স্বপ্নের রেললাইন চাই”—এই শ্লোগানকে সামনে রেখে রেল আন্দোলনের নেতৃবৃন্দ শ্যামনগরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “শ্যামনগর উপজেলার জনগণের কাছে আমরা চিরঋণী হয়ে থাকলাম, আপনাদের ভালোবাসায় আমরা সিক্ত।”

স্মারকলিপি গ্রহণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনী খাতুন আশ্বস্ত করেন যে, সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপিটি যথাযথভাবে প্রেরণ করা হবে এবং সাতক্ষীরাবাসীর দীর্ঘদিনের এ স্বপ্ন বাস্তবায়নে প্রশাসনিক সহায়তা প্রদান করা হবে।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন