Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরায় সাংস্কৃতিক ফ্যাসিস্টদের ছবিতে জুতা নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ ও শ্রদ্ধা জানানো সাংস্কৃতিক ও গণমাধ্যমের ব্যক্তিদের ‘সাংস্কৃতিক ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে তাদের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে সাতক্ষীরার বিক্ষুব্ধ ছাত্র-জনতা। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক চত্বরে এসব সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের ছবিতে জুতা নিক্ষেপ করেন তারা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার সাবেক আহ্বায়ক আরাফাত হোসাইন, আপ বাংলাদেশের সাতক্ষীরা জেলা কমিটির আহ্বায়ক আক্তারুল ইসলাম আক্তার, যুগ্ম আহ্বায়ক ঝুমা মারিয়াম, যুগ্ম সদস্য সচিব তামিম হোসেন, জুলাই যোদ্ধা মো. বখতিয়ার হোসেনসহ আরও অনেকে।

কর্মসূচিতে অংশ নিয়ে আপ বাংলাদেশের সাতক্ষীরার আহ্বায়ক আক্তারুল ইসলাম আক্তার বলেন, “বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট সরকার শুধু সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রেই নয়, সাংস্কৃতিক অঙ্গনেও ফ্যাসিবাদ কায়েম করেছিল। মুজিববাদী চেতনাকে ব্যবহার করে এই সাংস্কৃতিক ফ্যাসিবাদ গড়ে তোলা হয়েছিল।”

যুগ্ম আহ্বায়ক ঝুমা মারিয়াম অভিযোগ করেন, “যেসব তারকা শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে পোস্ট দিয়েছেন, তারা দেশে পুনরায় সাংস্কৃতিক ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চাইছেন। এ কর্মসূচির মাধ্যমে আমরা তাদের প্রতি অনাস্থা ও ক্ষোভ প্রকাশ করেছি।”

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শিল্পী লিঙ্কন (আর্টসেল), রাহুল আনন্দ, সিয়াম (এসপি ক্রিয়েশন), জাহের আলভি, অরুণা বিশ্বাস, সুমন আনোয়ার, নাজিফা তুষি, সাজু খাদেম, মুমতাহিনা টয়া, সুনেরাহ বিনতে কামাল, ফারাবি হাফিজ, পিয়া জান্নাতুল, আরস খান, খাইরুল বাসার, ইরফান সাজ্জাদ, সাকিব খান, স্বাধীন, পারসা মেহজাবীন, কচি খন্দকার, মেহের আফরোজ শাওনসহ বিভিন্ন তারকার ছবিতে জুতা নিক্ষেপ করেন।

এ সময় অংশগ্রহণকারীরা তারকাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানও দেন।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন