Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

তালায় উত্তেজনাপূর্ণ ফুটবল, ৮ দলীয় টুর্নামেন্টের রঙিন সূচনা

তালা প্রতিনিধি

‘মাদককে না বলুন, খেলার মাঠে ফিরে আসুন’—এই স্লোগানে মুখর সাতক্ষীরার তালা উপজেলা। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে চরগ্রাম কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে ছায়াবীথি সংগঠনের আয়োজনে তিন লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য সূচনা হয়।

উদ্বোধনী দিনে মাঠজুড়ে ছিল দর্শকের ঢল। গ্যালারিতে উচ্ছ্বাসে ভাসছিল গ্রামাঞ্চলের ফুটবলপ্রেমীরা। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় যশোর কেশবপুর বাঁশবাড়িয়া ফুটবল একাদশ এবং খুলনা পাইকগাছা কপিলমুনি মেহেরব ফুটবল একাডেমি। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে ১-০ গোলে জয় পায় কেশবপুর বাঁশবাড়িয়া ফুটবল একাদশ। শুরু থেকেই আক্রমণ–পাল্টা আক্রমণে খেলাটি জমে ওঠে। খেলায় সহযোগিতায় ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থা ও আদর্শ চরগ্রাম।

টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার। সভাপতিত্ব করেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দীন এবং অধ্যাপক মোশাররফ হোসেন।

এছাড়া খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস. এম. লিয়াকাত হোসেন, আব্দুস সালাম, মীর্জা আতিয়ার রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, আমিনুর ইসলাম, মোস্তাফিজুর রহমান রেন্টু, মো. আনোয়ার হোসেন আনু, সেলিম হায়দার ও মো. জাহাঙ্গীর হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ছায়াবীথি সংগঠনের সভাপতি সাইদুর রহমান সাইদ এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাহিদ। খেলা পরিচালনা করেন উত্তম কুমার বাশার, সহ-পরিচালনা করেন সঞ্জয় বিশ্বাস ও ফাহিম।

ধারাভাষ্যে প্রাণের ছোঁয়া-
গ্যালারির উচ্ছ্বাসের সঙ্গে মিশে ছিল ধারাভাষ্যের মাধুর্য। আন্তর্জাতিক ও বাংলাদেশ বেতারের কণ্ঠশিল্পীসুলভ ক্রীড়া ধারাভাষ্যকার আলফাজ আহমেদ ও সামছুর ইসলামের প্রাণবন্ত উপস্থাপনা দর্শকদের খেলার প্রতিটি মুহূর্তে আরও বেশি ডুবিয়ে রাখে। পাশাপাশি মাস্টার অলিউর রহমান, সিদ্দিকুর রহমান, মাস্টার জাহাঙ্গীর আলম ও মাস্টার জাকিরের ধারাবাহিক বর্ণনা মাঠের উত্তেজনা গ্যালারির প্রতিটি কোণে পৌঁছে দেয়।

দর্শকের উল্লাস, খেলার গতি এবং প্রতিটি আক্রমণে সমর্থকদের চিৎকার—সব মিলিয়ে তালার এই ফুটবল বিকেল রূপ নেয় এক গ্রামীণ ক্রীড়া উৎসবে।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন