শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

যশোরে ৩০ পিছ সোনার বারসহ তিন পাচারকারী আটক

যশোর প্রতিনিধি

যশোরে ৩০ পিছ সোনার বারসহ তিন পাচারকারী বিজিবির হাতে আটক হয়েছে। সোমবার দুপুরে শহরতলীর বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা এ বিপুল পরিমাণ সোনাসহ তাদেরকে আটক করে।

আটককৃতরা হলো, ঢাকার মুন্সীগঞ্জ এলাকার রতন কুমার, কুমিল­া ব্রাহ্মণবাড়িয়া এলাকার প্রদীপ সাহা ও ঢাকার পংকজ দত্ত। উদ্ধারকৃত সোনার ওজন তিন কেজি ৫০০ গ্রাম। যার বাজার মূল্য দুই কোটি ৪২ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সেলিম রেজা বলেন, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন বিপুল পরিমানের সোনা নিয়ে একটি পাচারকারী চক্র বেনাপোল সীমান্ত যাচ্ছে। এরই ভিত্তিতে তারা ফোর্স নিয়ে যশোর শহরতলীর বাহাদুরপুর এলাকায় অভিযান চালায়। এসময় তারা বেনাপোলমুখী ফেম পরিবহন তল্লাশী চালিয়ে ওই তিনজনকে আটক করে। এরপর তাদের লাগেজ তল্লাশি চালিয়ে ৩০ পিছ সোনার বার উদ্ধার করে। আটককৃতদের বিরুদ্ধে সোনা চোরাচালানের মামলা দিয়ে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

খুলনা গেজেট/কেএম

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন