শ্যামনগরে ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ পাতার বিড়ি, ক্যান্সারের ওষুধ সহ মালামাল জব্দ করেছে সেনাবাহিনীর একটি চৌকস দল ৷
শুক্রবার (৮ আগষ্ট) উপজেলার কৈখালি ইউনিয়নের সুন্দরবনের খাল থেকে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে কালিগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর ইফতেখার এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে অবৈধ পথে ভারত থেকে আনা ১৫ বস্তা মালামাল উদ্ধার করা হয় এবং ৪ জনকে আটক করা হয়।
আটককৃত হলেন, ভেটখালী গ্রামের মৃত ফরুক গাজীর ছেলে আশরাফ হোসেন (২৮), কৈখালী গ্রামের রুহুল আলিন গাজীর ছেলে আজিজুল হক (৩৮), মনসুর মোল্লার ছেলে দেলোয়ার (৪৮), পার্শ্বেখালী গ্রামের মৃত মোহাম্মাদ মোল্লার ছেলে সোবহান মোল্লা (৪০)৷
সেনাবাহিনীর সূত্রে জানা যায়, প্রায় ৫০ লক্ষাধিক টাকার মালামালগুলো ভারত থেকে অবৈধভাবে শ্যামনগরে আনা হয়েছিলো ৷ অভিযানের পর আটককৃত আসামি ও জব্দকৃত মালামাল ক্যাম্পে আনা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শ্যামনগর থানা পুলিশের নিকট মালামাল সহ হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট/এসএস