Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ৮ই আগস্ট, ২০২৫ । ২৪শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

৪ বিভাগে ভারি বৃষ্টির আভাস

গেজেট ডেস্ক

আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার (৮ আগস্ট) ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় বিরাজ করছে।

এর প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের চারটি বিভাগ- ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকলেও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এছাড়া পুরো সপ্তাহজুড়েই দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বেড়ে যেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন