আগামী শুক্রবার পর্যন্ত সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার সকাল ১০টার দিকে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আগামী শুক্রবার পর্যন্ত সারাদেশে বৃষ্টি অব্যাহত থাকবে। এ সময় দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত কম থাকবে। অন্যদিকে দেশের উত্তরাঞ্চল ও মধ্যভাগে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে।’
খুলনা গেজেট/এনএম