সাতক্ষীরার শ্যামনগরে বিষধর সাপের কামড়ে আরিফুল ইসলাম (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় সাপে কামড়ের পর রাত সাড়ে ১০টার দিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাপের কামড়ে নিহত শিশু আরিফুল ইসলাম সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খড়িতলা গ্রামে আব্দুল আলিমের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে নিজেদের ঘরে খেলার সময় একটি বিষধর সাপ শিশু আরিফুলকে কামড় দেয়। এসময় তাকে স্থানীয় ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করে চিকিৎসা দেয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হতে থাকলে দ্রুত শিশুটিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডাঃ শাকির হোসেন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
খুলনা গেজেট/এনএম