Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content
সাতক্ষীরায় কৃষক সমাবেশে ড. বেগম সামিয়া সুলতানা

মাটিকে ভালোবাসলে মাটিও আমাদের ফলন দিয়ে প্রতিদান দেবে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

কোনো ক্রমেই মাটির স্বাস্থ্য নষ্ট করা যাবেনা। মাটিকে আমাদের মায়ের মত করে যত্ন নিতে হবে। নিয়মিত মাটি পরীক্ষার পাশাপাশি বেশি বেশি জৈব সার ব্যবহার করতে হবে। তাহলে মাটির পুষ্টিগুন যেমন বৃদ্ধি পাবে তেমনি ফসলের উৎপাদন বাড়বে।
কৃষক ভাইদের আধুনিক ও পরিবেশবান্ধব পদ্ধতিতে চাষাবাদে অভ্যস্ত হতে হবে। আমরা যদি মাটিকে ভালোবাসি মাটিও আমাদের ফলন দিয়ে তার প্রতিদান দেবে। তারুণ্যের উৎসবের এই আয়োজন নতুন প্রজন্মের মধ্যেও সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

তারুণ্যের উৎসব জুলাই উপলক্ষে শুক্রবার (১ আগষ্ট) মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট সাতক্ষীরার আয়োজনে আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত মাটির স্বাস্থ্য সুরক্ষায় সচেতনা বৃদ্ধি ও সুষম সার ব্যবহার বিষয়ক এক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটের মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানা এসব কথা বলেন।

ইনস্টিটিউটের খুলনা বিভাগীয় কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা দিলরুবা করিমের সভাপতিত্বে ও সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়ে উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শামসুন নাহার রত্না’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব ড. হারুনুর রশীদ, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট ঢাকার প্রধান কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মামুনুর রহমান, ঢাকা কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জয়নাল আবেদিন, গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জি.এম মোস্তাফিজুর রহমানসহ আরো অনেকে।

প্রধান অতিথি আরো বলেন, জনবল কম থাকার পরও কৃষকদের পর্যাপ্ত সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট। পাশাপাশি এই প্রতিষ্ঠানে কর্মরত বৈজ্ঞানিক বা অন্যান্য কর্মকর্তাদের কাজে সহযোগিতায় কৃষকদেরও এগিয়ে আসতে হবে।

সমাবেশে অংশ গ্রহনকারী কৃষক কলারোয়া উপজেলার হেলাতলা গ্রামের আশরাফ আলী, তালা উপজেলার আড়ংপাড়া গ্রামের নাছিমা খাতুন, সদরের মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় কৃষকরা তাদের মাটির ব্যবহার, সুষম সার প্রয়োগের নিয়মসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। কৃষক আরো বলেন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট সাতক্ষীরা কার্যালয়ে জনবল কম থাকায় কৃষকদের সেবা ব্যাহত হচ্ছে। তাছাড়া বেশি বেশি প্রশিক্ষণের ব্যবস্থা করতে কৃষকদের। বিভিন্ন এলাকাতে কৃষকদের মাঝে

অনুষ্ঠানে কৃষকদের মাঝে সুষম সার ব্যবহারের গুরুত্ব, মাটির নমুনা পরীক্ষার উপকারিতা ও পরিবেশবান্ধব কৃষি চর্চা বিষয়ক দিকনির্দেশনা দেওয়া হয়। পরে কৃষকদের প্রশ্নোত্তর পর্বে তারা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং তাৎক্ষণিক সমাধান পাওয়ার আশ্বাস দেন। সভায় বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে কৃষকরা অংশগ্রহণ করেন। প্রদর্শনী প্লটের ব্যবস্থা করারও আহবান জানান কৃষকরা।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন