Edit Content
খুলনা, বাংলাদেশ
বুধবার । ৩০শে জুলাই, ২০২৫ । ১৫ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নওয়াপাড়ায় বোমা হামলা, ব্যবসায়ীদের বিক্ষোভ ও কর্মবিরতি

অভয়নগর প্রতিনিধি

নওয়াপাড়া গ্রুপের অফিস ও বাসস্থানে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে নওয়াপাড়ার ব্যবসায়ীদের কর্মবিরতি, সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ জুলাই) সকালে নওয়াপাড়া স্টেশন বাজার এলাকায় আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

নওয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতি, মটর শ্রমিক ইউনিয়ন, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, ট্রাক ট্রান্সপোর্ট শ্রমিক ইউনিয়নের আয়োজনে সমিতিরসহ সভাপতি আব্দুল আওয়াল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নওয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্যশস্য ও কয়লা ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক, গোলাম হায়দার ডাবলু, সার সমিতিরসহ সভাপতি মশিয়ার রহমান, পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাবেক মেয়র রবিউল হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, হ্যাল্ডলিং শ্রমিক ইউনিয়নের আহবায়ক মাসুদ রানা, নওয়াপাড়া মটর শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব রফিকুল ইসলাম টুলু, উপজেলা যুবদলের আহবায়ক বাকিউজ্জামান রানা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাবিবুর রহমান মোল্যা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন- ব্যবসায়ী শেখ আসাদুল্লাহ আসাদ, নূর আলম পাটোয়ারি।

এসময় বক্তারা জানান, পেট্রোল বোমা হামলার ঘটনার ১০ দিন পার হলেও সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে প্রশাসন ব্যর্থ হয়েছে। আগামী ৩ দিনের ভেতর সন্ত্রাসীদের গ্রেপ্তার না করলে নওয়াপাড়ার সকল ব্যবসায়ীকে সাথে নিয়ে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন