Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ৩১শে জুলাই, ২০২৫ । ১৬ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরায় মরা গরু পাচারের দায়ে ২ ব্যক্তিকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় মরা গরু জবাই করে খুলনায় নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে এক ব্যবসায়ী ও ট্রাক চালককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৭ জুলাই) বেলা ১১ টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল হোসেন তামিম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আটককৃতরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার কাঠালতলা গ্রামের ইমাম মোড়লের ছেলে করিমুল ইসলাম ও একই উপজেলার খর্ণিয়া গ্রামের হেকমোত উদ্দীনের ছেলে গরু ব্যবসায়ী নাসির উদ্দিন।

ঘটনা সূত্রে জানা যায়, অভিযুক্তরা শনিবার রাতে একটি মরা গরু নিয়ে সাতক্ষীরা হতে খুলনায় যাওয়ার সময় শহরের বাইপাশ সড়কে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে খবর দেয়। এসময় পুলিশ তাদের আটক করে শহরের ইটাগাছা ফাঁড়িতে নিয়ে যায়। পরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল হোসেন তামিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তদের উল্লেখিত সাজা প্রদান করেন।

আটককৃত গরু ব্যাপারী নাসির উদ্দীন জানান, সাতক্ষীরা কামালনগরের গরুর কসাই জুয়েল ও খুলনার ডুমুরিয়া রবি কসাই মরা গরু ব্যবসায়ীর সাথে জড়িত। আমরা শুধু তাদের কথামতো মরা গরু সরবরাহ করি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল হোসেন তামিম বলেন, অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে কারাদণ্ড প্রদান করা হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন