Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝটিকা সফরে যশোরে প্রধান নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিবেদক, যশোর

‘জীবনের শেষ প্রান্তে এসে আর কোনো ব্যক্তিগত লক্ষ্য বা স্বার্থ নেই। বরং দেশের জন্য একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া তার মূল লক্ষ্য’: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে খুলনায় যাওয়ার পথে যশোরে সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় কালেক্টরেট মসজিদে জুমার নামাজ আদায় করেন সিইসি। নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, আমি দীর্ঘ সরকারি চাকরি জীবনে বহু দায়িত্ব পালন করেছি, অভিজ্ঞতাও সঞ্চয় করেছি। কিন্তু এখন যে গুরুদায়িত্ব আমার কাঁধে এসেছে, তা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি চাই একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা পুনরুদ্ধার করতে। তবে একা কারও পক্ষে এটি সম্ভব নয়। এজন্য দেশবাসীর আন্তরিক সহযোগিতা ও দোয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, এই মুহূর্তে ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই। দেশের জন্য কিছু ভালো করে যাওয়ার ইচ্ছাই আমার সর্বোচ্চ চাওয়া।
এ সময় রাজধানীর উত্তরায় সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য মসজিদে উপস্থিত মুসল্লিদের কাছে দোয়া চান সিইসি। পাশাপাশি মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলেও তিনি অংশ নেন এবং গভীর শোক প্রকাশ করেন।

এসময় সিইসি নাসির উদ্দীনের সাথে ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

খুলনা গেজেট/এসএস 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন