Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

ব্যস্ততম সড়কে কালভার্ট নয়, চিকন রডের ড্রেন! জনমনে উদ্বেগ

অভয়নগর প্রতিনিধি।

নওয়াপাড়া-মনিরামপুর সড়কের দেবুর মিল সংলগ্ন এলাকায় ব্যস্ততম সড়কের পৌরসভার উদ্দ্যোগে মাঝখানে ড্রেন নির্মাণ করা হচ্ছে। যেখানে একটি পূর্ণাঙ্গ কালভার্ট প্রয়োজন ছিল বলে মনে করছেন এলাকাবাসী। ড্রেনটি চিকন রড দিয়ে নির্মাণ করা হচ্ছে, যা দীর্ঘস্থায়ী হবে না বলে আশঙ্কা করছেন পথচারী ও চালকরা। সড়কটি দিয়ে প্রতিদিন চলাচল করে শত শত ভারী যানবাহন—বাস, ট্রাক, পিকআপ, সিএনজি, মোটরসাইকেলসহ হাজারো মানুষ।
এমন গুরুত্বপূর্ণ রোডে ড্রেন নির্মাণ পরিকল্পনাকে অনেকেই ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন। ট্রাকচালক রবিউল ইসলাম বলেন, “এই ড্রেন ৩/৪ টন গাড়ির চাপ সহ্য করতে পারবে না। কালভার্ট করলে ভালো হতো”।
এলাকাবাসী মনে দুর্ঘটনার শঙ্কা থেকে যাচ্ছে এবং ভবিষ্যতে এটি দ্রুত নষ্ট হয়ে জনদুর্ভোগ বাড়াতে পারে বলে ধারণা করছে।
এ প্রসঙ্গে ঠিকাদার কামাল হোসেন বলেন, “রোডের নকশা এমনই, রড যেমন আছে তেমনই থাকবে।”
পৌরসভার নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম জানান, “উপরের কার্পেটিং ঠিকঠাকভাবে করে দেওয়া হবে, কোনো সমস্যা হবে না।”
উপজেলা নির্বাহী অফিসার পার্থপ্রতিম শীল জানিয়েছেন, “বিষয়টি যাচাই করে টেকসই সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।”
তবে অনেকের মতে, একটি টেকসই সড়ক ব্যবস্থায় ড্রেন এবং কালভার্ট—দুটিই অপরিহার্য। একটির বিকল্প আরেকটি হতে পারে না।
খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন