Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরায় জুলাই বিপ্লব ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

জুলাই বিপ্লবে সাতক্ষীরায় শহীদ ও আহত পরিবারের সদস্যসহ সাধারণ মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ‘জুলাই বিপ্লব ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) দিনব্যাপী সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়স্থ শহীদ আসিফ চত্বরের পশ্চিম পার্শ্বে স্মার্ট মেডিকেল সেন্টারে এই বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আয়োজনে ও স্মার্ট মেডিকেল সেন্টার সাতক্ষীরার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোস্তফা আল মামুন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্মার্ট মেডিকেল সেন্টারের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পরিচালক সুমাইয়া সুলতানা, সহকারী পরিচালক মাহিনুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক আহ্বায়ক আরাফাত হোসেন, সদস্য সচিব সুহাইল মাহদীন, যুগ্ম সদস্য সচিব ওমর তাসনিম রাহাত, আহত সদস্য আলিফ আরেফিন, মোঃ রাশেদ প্রমুখ।

আয়োজকরা জানান, জুলাই আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের পাশে দাঁড়াতে এবং সাতক্ষীরাবাসীর জন্য মানবিক সেবা নিশ্চিত করতেই আমাদের এই উদ্যোগ। আজ আমরা সাতক্ষীরার ৫০ জন রোগীকে এই ফ্রি মেডিকেল মেডিকেল ক্যাম্পে সেবা প্রদান করা হয়। এর আগে গত ১১ জুলাই প্রথম পর্বে আরো ৫০ জন রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। সাধারণ মানুষের কল্যাণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের কার্যক্রম অব্যহত থাকবে।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন