Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরের চৌগাছায় কিশোর ও যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চৌগাছায় পৃথক দুটি ঘটনায় যুবক ও কিশোর নিহত হয়েছে। রোববার (২০ জুলাই) ঘটে যাওয়া দুটি মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

প্রথম ঘটনাটি ঘটে উপজেলার ছোট কাকুড়িয়া গ্রামে। দুপুর ২টা ১৫ মিনিটে পাশের বাড়িতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রাজু আহম্মেদ (১৮)। অসাবধানতাবশত বিদ্যুতের তারে হাত লাগলে তিনি অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাজু ছোট কাকুড়িয়া গ্রামের শফিউদ্দিনের ছেলে এবং পেশায় কৃষক ছিলেন।

এদিকে, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যান নাঈম হোসেন (২০)। তিনি মির্জাপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে।

জানা গেছে, শনিবার (১৯ জুলাই) বিকেল ৫টার দিকে কান্দিবাজার এলাকায় মোটরসাইকেল চালানোর সময় পেছন থেকে একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আহত হলে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে যশোর জেনারেল হাসপাতাল হয়ে ঢাকায় পাঠানো হয়। রোববার রাত ১টা ৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এসব বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন দুটি মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন