বুধবার । ২৮শে জানুয়ারি, ২০২৬ । ১৪ই মাঘ, ১৪৩২

সড়ক দুর্ঘটনায় শার্শার সাবেক ইউপি চেয়ারম্যান কালাম নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ (৫২) দশদিন পর মারা গেছেন। তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার (১৯ জুলাই) ভোর ৬টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন বড় ছেলে তাহমীদ ঈষাদ দীপ্ত।

তাহমীদ জানান, গত ৮ জুলাই সকালে তার বাবা মোটরসাইকেলে করে ঢাকার বাড্ডা থেকে মিরপুর যাওয়ার পথে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে দুর্ঘটনার শিকার হন। এ সময় তিনি মাথায় গুরুতর আঘাত পান।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে সেদিনই তার মাথায় অস্ত্রোপচার করা হয়। এরপর টানা ১০ দিন আইসিইউতে চিকিৎসাধীন থেকে শনিবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আবুল কালাম আজাদ শার্শার নিজামপুর ইউনিয়নের চাঁন্দুড়িয়ার ঘোপ গ্রামের সাবেক চেয়ারম্যান মরহুম সুলতান আহম্মেদের ছেলে।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন