বুধবার । ২৮শে জানুয়ারি, ২০২৬ । ১৪ই মাঘ, ১৪৩২

র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় র‌্যাব সদস্যরা এক অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম মিজানুর রহমান মিজান (৩৫)। সে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. ইমদাদুল হক ইমদাদের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-১ এর একটি অভিযানিক দল সাতক্ষীরা সদও উপজেলার মাধবকাটি বাজারে অভিযান পরিচালনা করে উক্ত আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি মিজানুর রহমান মিজান মাগুরা জেলায় একটি মাদক মামলায় যাবজ্জীন সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে সে পলাতাক ছিল। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন