Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ভৈরব নদে ডুবে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শহরতলীর শানতলায় ভৈরব নদে ডুবে মধুসূদন খাঁ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। স্বজনরা তাকে উদ্ধার করে দুপুর ১ টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন কুমার দে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, নদে মাছ ধরতে গেলে স্ট্রোকে (মস্তিষ্ক জনিত রক্তক্ষরণ) তার মৃত্যু হয়েছে। বৃষ্টির সময় পানি ঠান্ডা থাকে। স্ট্রোক রোগীদের জন্য ঠান্ডা পানি একটি বড় সমস্যা বলে জানিয়েছেন ডা. মিঠুন কুমার দে।

মৃতের মেয়ে শান্তা রানী জানান, তার পিতা ছিলেন স্ট্রোকের রোগী। বাড়ির নিচে ভৈরব নদের পানিতে মাছ ধরার জন্য জাল পাতা ছিল। মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১১ টার দিকে বৃষ্টির মধ্যে মধুসূদন খা ওই জালে বাঁধা মাছ ধরতে যান। তখন হৃদরোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে তিনি মারা যান। কিছুক্ষণ পরে তার মৃতদেহ পানির উপর ভেসে উঠলে তারা দেখতে পান।

শান্তা রানী আরও জানান, তিনিসহ কয়েকজন নদে গোসল করতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় পিতার মৃতদেহ দেখতে পান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এখানে ডাক্তার মৃত ঘোষণা করেন।

মধুসূদন খাঁর গ্রামের বাড়ি যশোর সদর উপজেলার হাসিমপুর গ্রামে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সিভিলে (অর্ডিন্যান্সে) চাকরি করতেন। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত। চাকরি সূত্রে একই উপজেলার কাশিমপুর ইউনিয়নের শানতলায় মোখলেসের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন