শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

যশোরে রিক্সা চালককে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

যশোর প্রতিনিধি

যশোরের কিসমত নওয়াপাড়ায় হামিদুল ইসলাম (৪৪) নামে এক রিক্সা চালককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা ১২শ’ টাকা ছিনিয়ে নেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। আহত হামিদুল ইসলাম যশোর সদর উপজেলার চুড়ামনকাটি গ্রামের আবুল হোসেনের ছেলে। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রিক্সা চালক হামিদুল জানান, বৃহস্পতিবার রাত ১১ টার দিকে শহরের কাঠেরপুল থেকে মুন্না ও রিয়াজসহ তিনজন তার রিক্সা ভাড়া নিয়ে কিসমত নওয়াপাড়ায় যায়। সেখানে গিয়ে তারা ফাঁকা জায়গায় ফেলে তাকে ছুরিকাঘাত করে ও কাছে থাকা ১২শ’ টাকা ছিনিয়ে নেয়। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন