শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

যশোরে অতিরিক্ত মদ পানে দুধ ব্যবসায়ীর মৃত্যু

যশোর প্রতিনিধি

ঝিনাইদহে কালীগঞ্জের দুধ ব্যবসায়ী সনজিত ঘোষ (৪৮) অতিরিক্ত মদপানে মৃত্যুবরণ করেছেন। তিনি কালীগঞ্জ উপজেলার খেদাপাড়া গ্রামের অতুল ঘোষের ছেলে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৯টার দিকে যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

নিহতের মামা সাধন দাস জানান, সনজিত ঘোষ দুধের ব্যবসা করতেন। বুধবার রাতে তিনি অতিরিক্ত মদ পান করেন। এ কারণে রাতে বাড়ি ফিরে তিনি অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার দুপুরে তাকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। রাত ৯টার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক অমিয় দাস তার মৃত্যু ঘোষণা করেন।

ডাক্তার অমিয় দাস বলেন, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে। কি কারণে তার মৃত্যু হয়েছে সেটা ময়না তদন্ত রিপোর্টে জানা যাবে বলে তিনি জানান।

খুলনা গেজেট/কেএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন