Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

দুর্যোগ সহনশীল পরিবেশ সৃষ্টিতে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে: খুবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক 

খুলনা বিশ্ববিদ্যালয়ে “জলবায়ু পরিবর্তন ও জলবায়ু অর্থায়ন: জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং গ্রীন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ আমরা থামাতে পারবো না, আমাদেরকে তা মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে। দুর্যোগ মোকাবিলাকে সহনশীলতার পর্যায়ে নিয়ে আসার জন্য সরকার, প্রতিষ্ঠান এবং জনগণের সম্মিলিত দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ভৌগোলিক অবস্থান উপকূলের কাছাকাছি হওয়ায় জলবায়ু পরিবর্তন ও উপকূলীয় গবেষণায় এই বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনা অসীম। ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিন, সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট, এবং এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনগুলো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে ‘ইমপ্যাক্টফুল ইউনিভার্সিটি’ হিসেবে গড়ে তুলতে মাল্টিডিসিপ্লিনারি ও অংশীদারিত্বভিত্তিক গবেষণার প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে। ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষকদের গবেষণায় উৎসাহিত করতে গবেষণা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে।

উপাচার্য পাইকগাছায় খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত অফশোর ক্যাম্পাসের সম্ভাবনার কথাও তুলে ধরেন, যেখানে ভেটেরিনারি, ফিশারিজ, ম্যানগ্রোভ ফরেস্ট এবং কৃষি শিক্ষায় ডিপ্লোমাধারীদের উচ্চশিক্ষার সুযোগ থাকবে। সেইসঙ্গে তিনি একটি “ক্লাইমেট চেন্জ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট” স্থাপনের পরিকল্পনার কথাও জানান।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিকেএসএফ-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ড. ফজলে রাব্বি সাদেক আহমেদ। কর্মশালার সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. আব্দুল্লাহ ইউসুফ আল হারুন। স্বাগত বক্তব্য প্রদান করেন একই ডিসিপ্লিনের পিএইচডি গবেষক মোস্তফা মুজতাহিদ আল হুসাইন।

কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং জলবায়ু অর্থায়ন ও অভিযোজন বিষয়ক গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আলোচনা করেন।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন