Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত ও বিপণনের অভিযোগে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৭ জুন) বেলা ১১টার দিকে শ্যামনগর উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকার দুটি মিষ্টির দোকানে এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শ্যামনগর উপজেলা সদরের প্রমিজ সুইটস্ ও মিষ্টি মহল অ্যান্ড সাতক্ষীরা ঘোষ ডেয়ারি নামের দুটি মিষ্টির অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করে তা দোকানে বিক্রি করার অভিযোগে দুটি প্রতিষ্ঠানের প্রত্যেকের মালিক কে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ বিষয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন জানান, জরিমানা করা প্রতিষ্ঠান দুটিকে মানসম্মত পরিবেশে মিষ্টি বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

খুলনা গেজেট/এএজে

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন