Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

কালীগঞ্জের আলোচিত কাদের মেম্বার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের আলোচিত সদস্য (মেম্বার) কাদেরকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (১৬ জুন) বিকাল ৪টার দিকে সাতক্ষীরা পরিবহন কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইউপি সদস্য কাদের সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মুকুন্দ মধুসূদনপুর গ্রামের ইলাহী বক্সেরছেলে। তিনি দীর্ঘদিন ধরেই নানা অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে আলোচিত ছিলেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কাদের দীর্ঘদিন ধরে নারী দিয়ে ফাঁদ পেতে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে বিপুল অংকের অর্থ হাতিয়ে নিতেন।

সম্প্রতি এক ব্যবসায়ী কাদের এর দ্বারা ব্ল্যাকমেইলের শিকার হয়ে সাতক্ষীরার পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন। এ ঘটনায় তদন্ত শেষে কাদেরের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় চাঁদাবাজি ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। এরপর থেকেই কাদের পলাতক ছিলেন।

র‍্যাব প্রযুক্তিগত সহায়তায় তার অবস্থান চিহ্নিত করে তাকে গ্রেফতার করতে সমর্থ হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন