Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পিকুলসহ স্ত্রী, দু’ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান পিকুল, তার স্ত্রী শেফালী জামান এবং দুই ছেলে তানজীব নওশাদ পল্লব ও তানভীর নওশাদ অর্ণবের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পিকুলসহ পরিবারের সদস্যদের ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়। রোববার (১৫ জুন) যশোরের সিনিয়র স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) নাজমুল আলম এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী আশরাফুল আলম বিপ্লব।

দুদক যশোর জেলা সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জালাল উদ্দিন জানান, দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে পিকুল ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে ২৯ মে আদালতে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়েছিল। এরই প্রেক্ষিতে আদালত এ নিষেধাজ্ঞা জারি করেছে।

দুদক সূত্রে জানা যায়, জেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালে সাইফুজ্জামান পিকুল সরকারি গাছ বিক্রি, প্রকল্পের অর্থ আত্মসাৎ, জমি ইজারা ও দোকান বরাদ্দের কোটি কোটি টাকা আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে।

এদিকে, পিকুলের বড় ছেলে তানজীব নওশাদ পল্লব যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি গত বছরের ২৩ আগস্ট বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করলে আটক হন। পরে জামিনে মুক্তি পেয়ে ভারতে চলে গেছেন বলে জানা গেছে। পিকুল ও তার পরিবারের অন্য সদস্যরা বর্তমানে কোথায় আছেন, সে বিষয়ে স্পষ্ট কোন তথ্য পাওয়া যায়নি বলে দুদক সূত্রটি জানিয়েছে।

খুুুুুুুুুুুুুুুুুুুুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন