বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

যশোর-খুলনা সড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর-খুলনা মহাসড়কে বসুন্দিয়ায় ট্রাকের ধাক্কায় আজিজুল ইসলাম (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার লেবুতলা গ্রামের বাসিন্দা এবং পেশায় মিস্ত্রি ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে খুলনা থেকে মোটরসাইকেলে করে যশোরে আসছিলেন আজিজুল। পথে বসুন্দিয়া ঘুনি এলাকার যশোর ফিড মিলের সামনে পৌঁছালে ১০ চাকার একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানি

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন