Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

আশাশুনিতে বজ্রপাতে রাজমিস্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার আশাশুনিতে বজ্রপাতে বাবলু গাজী নামের এক রাজমিস্ত্রী নিহত হয়েছে। রোববার (১ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের সুভাদ্রকাটি সরকারি পাইমারী স্কুলের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাব্বির হোসেন নামের এক যুবক আহত হয়।

বজ্রপাতে নিহত বাবলু গাজী (৫৫) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের গড়কুমারপুর গ্রামের বাসিন্দা। আহত সাব্বির হোসেন আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের সুভাদ্রকাটি গ্রামের মুদি দোকানী মোস্তফার ছেলে। তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী মুদি দোকানী মোস্তফা জানান, রাজমিস্ত্রী বাবলু গাজী প্রতাপনগর ইউনিয়নের সুভাদ্রকাটি সরকারি প্রাইমারী স্কুলের পাশে জনৈক আবুল কালাম সানার ঘরের ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। বিকালে ঢালাইয়ের কাজ শেষ করে মালামাল ভ্যানে উঠিয়ে নেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে তিনি ভ্যান ডাকছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত ঘটলে তিনি ঘটনাস্থলেই মারা যান। বজ্রপাতের সময় দোকানের সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকা তার ছেলে সাব্বির হোসেন আহত হয়। স্থানীয়ভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের সাবেক ইউপি মেম্বর গোলাম রসুল বিষয়টি নিশ্চিত করেছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন