শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

যশোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

যশোর প্রতিনিধি

যশোর-ঝিনাইদহ মহাসড়কের সাতমাইল বারীনগর বাজারে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বাসযাত্রীসহ ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৫ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, এদিন বিকেলে মালামাল বোঝাই ট্রাকটি যশোর থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পথে সাতমাইল বারীনগর বাজারে খুলনাগামী দ্রুতগতির রূপসা পরিবহনের বাসের সাথে ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে বাসযাত্রীসহ ১০ জন আহত হয়। এদের মধ্যে দু’জনকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত বাস ও ট্রাক সড়কের ওপর পড়ে ছিল। এতে প্রায় একঘন্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও যানবাহন চলাচল শুরু হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন